মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিতঃ ১২ জুন, ২০১৬  

জয়পুরহাট : দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে আহত নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ মারা গেছেন।

শনিবার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আবুল কালাম আজাদ জেলার সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান।

উল্লেখ্য, গত শনিবার (৪ জুন) রাত ১০টার দিকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান একে আজাদ একজন সঙ্গীসহ মোটরসাইকেলে রাত ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে গোপালপুর বাজারের অদূরে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর তার পেটে গুলি করে। তাকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা নয়ন চন্দ্র নামে এক পথচারীকেও গুলি করে পালিয়ে যায়।

তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পর তাদের অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।2016_06_12_08_09_16_MX5fTDcwahwbiiosZ6m2Ng2b2keMEQ_original