মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাগুরা সরকারি শিশু পরিবারে এক কিশোরির আত্মহত্যা

প্রকাশিতঃ ২৮ মে, ২০১৬  

মাগুরা: সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত মাগুরা সরকারি শিশু পরিবারে (বালিকা) নদী খাতুন (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ৮টার দিকে ডরমেটরির বারন্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখে সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক নাজমা বেগম জানান, আত্মহত্যার কোন সুনির্দিষ্ট কারণ তারা বুঝতে পারছেন না। সে দুই বছর আগে চাপাইনবাবগঞ্জ শিশু পরিবার থেকে তাকে এখানে স্থানান্তরিত করা হয়। সে একজন পথ শিশু। এখানে থাকাকালি অবস্থায় তারা মধ্যে নানা মানসিক সমস্যা পরিলক্ষিত হতো। শিশু পরিবারে থাকা অন্যান্য বন্ধুদের সাথে প্রায়ই অস্বাভাবিক আচরণ করতো ও সব সময় বিষন্ন থাকতো। এসব কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারনা। ডরমেটরির বারান্দায় গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা এ বিষয়ে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষটির তদন্ত চলছে’।
2016_03_06_09_39_02_CFxnHGdVYOBT1GT2CPlRNt0YhadnKp_original