মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অবশেষে সেই ভুয়া যুগ্ম সচিব গ্রেফতার

প্রকাশিতঃ ২৩ মে, ২০১৬  

magura.fake joint secretary arrested.23.5.16._128736মাগুরা: অবশেষে গ্রেফতার হলেন ভুয়া যুগ্মসচিব খোরশেদ আলম। ৬ মে সাড়ে ২৩ হাজার ইয়াবাসহ কক্সবাজার পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে মাগুরা পুলিশ সুপার এহসান উল্ল্যাহ জানান, ঢাকা শহরের ধানমন্ডি এলাকার মুজিবর রহমানের ছেলে খোরশেদ আলম ২৩ ফেব্রুয়ারি মাগুরায় এসে সার্কিট হাউজে ওঠে। নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলে পরিচয় দেন। ওই দিন সে দুপুরে মাগুরা শহরের মওলানা মার্কেটের বিউটি জুয়েলারির দোকানে গিয়ে নিজেকে একই পরিচয় দেয় এবং মাগুরা কালেক্টরেটের এনডিসিকে দিয়ে ওই দোকানিকে যুগ্ম সচিব সাহেবকে ভালোমাল দেয়ার সুপারিশ করে। ওই দোকান থেকে সে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে মাগুরা সার্কিট হাউজে তার স্ত্রীকে দেখানোর কথা বলে দোকানিকে সাথে নিয়ে সার্কিট হাউজে আসে। দোকানিকে এক কক্ষে বসিয়ে রেখে সুযোগ বুঝে সে অপর দরজা দিয়ে সার্কিট হাউজ থেকে পালিয়ে যায়। কিছু সময় পর ঘটনাটি জানা জানি হলে শহরে হৈচৈ পড়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ শহরের বিভিন্ন স্থানে অবস্থিত সিসি ক্যামেরা তল্লাশি করে ওই ভুয়া যুগ্ম সচিবকে সনাক্ত করতে সক্ষম হয়। এ ব্যাপারে মাগুরা থানাও মামলা হয়। এঘটনার পর প্রতারক খোরশেদ আলম কক্সবাজারে ২৩,৫০০ ইয়াবা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়। সেখানেও সে নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে পুলিশকে নানা রকম হুমকি প্রদান করে। পুলিশ তার কাছ থেকে বিভিন্ন কর্মকর্তার নামের বেশ কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করে। অবশেষে সকল ভয় ভীতি উপেক্ষা করে পুলিশ তাকে কক্সবাজার থানায় মাদক চোরাচালানির মামলা করে কোর্টে সোপর্দ করে। বিষয়টি মাগুরা পুলিশ অবগত হয়ে মাগুরায় ভুয়া পরিচয় দান ও স্বর্ণ চুরির মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য মাগুরা আদালতে ও কক্সবাজার আদালতে আবেদন করেছে। নিজেকে ভুয়া পরিচয় প্রদান, প্রতারণা, মাদক ব্যবসাসহ বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।