সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হাজীগঞ্জে জেলের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিতঃ ১৬ মে, ২০১৬  

চাঁদপুর: জেলার হাজীগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদী থেকে নিখিল চন্দ্র দাস (৪৫)-এর হাত বাঁধা, গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পূর্ব অলিপুর গ্রামের বাংলা বাড়ি ওরফে দাস বাড়ির ননী গোপাল দাসের বড় ছেলে নিখিল চন্দ্র দাস (৪৫)। পেশায় তিনি একজন মৎস্যজীবী।
index_113276সোমবার সকাল ১১টার উপজেলার পূর্ব অলিপুরের ডাকাতিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল মান্নান জানান, নিখিলকে হাত বেঁধে গলাকেটে হত্যা করে নদীতে বাঁশের সাথে ডুবিয়ে বেঁধে রাখা হয়। সকালে মাছ ধরতে গেলে জেলেরা একটি পা ভেসে থাকতে দেখে।
স্ত্রী রাধা রানী দাস জানার, গত শনিবার নিখিল হাজীগঞ্জ পৌরসভাস্থ মকিমাবাদ গ্রামের জয়গীতা সংঘের উদ্যোগে মহাগীতাযজ্ঞ সভায় এসে নিখোঁজ হয়। রবিবার ১৫ মে হাজীগঞ্জ থানায় তার পরিবার একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, নিখিল চন্দ্র সাহা ১ ছেলে ১ মেয়ের জনক।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, নিখিলের সাথে সম্পত্তিগত বিরোধ ও হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের করিমের বাগানে একটি বাসা ভাড়া নিয়ে বিরোধ রয়েছে। এসবের সূত্র ধরে তদন্ত কাজ চলবে।