মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজিবি ক্যাম্পে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ, সীমান্তে উত্তেজনা

প্রকাশিতঃ ১২ মে, ২০১৬  

ডেস্কঃ 2016_05_12_17_07_50_VDqCZgq389jgbZncFDT9dkQW3xrNg5_originalবান্দরবান : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে থানছি উপজেলায় আলীকদমের ৫৭ ব্যাটেলিয়নের নতুন একটি বিজিবি ক্যাম্পকে লক্ষ্য করে ছয়টি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টা বা পৌনে ১০টার দিকে মিয়ানমারের সীমান্তে দুর্গম বুলুপাড়া ক্যাম্পে এ ঘটনাটি ঘটে।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা দুটি মর্টার শেল সীমান্তের দিকে নিক্ষেপ করে। এ ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবি সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে বান্দরবানের থানছি মিয়ানমার সীমান্তের ক্যাম্পগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বুলুপাড়া ক্যাম্প থেকে মিয়ানমার সীমান্ত আধা কিলোমিটারেরও কম। রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বুলুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা টহল দেয়ার সময় হঠাৎ করেই পর পর ছয়টি মর্টার শেল এসে ক্যাম্পের হেলিপেডের পাশে পড়ে। ঘটনার আঁচ করতে পেরে বিজিবিও আত্মরক্ষার্থে সীমান্তের দিকে দু’টি মর্টার শেল নিক্ষেপ করে। মিয়ানমার সীমান্ত থেকে কারা মর্টার শেলগুলো নিক্ষেপ করেছে তা এখনো জানা যায়নি।

তবে সীমান্তের স্থানীয়রা জানিয়েছে, গত কয়েকদিন থেকে মিয়ানমার সীমান্তে সাঙ্গু ও মাতামুহুরী রিজার্ভ এলাকার ৬৬ পিলারের ওপারে মিয়ানমার তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করে আসছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থেকে মর্টার শেলগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে বিজিবির বান্দরবান সদর সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘বুধবার রাত সাড়ে ৯টা বা পৌনে ১০টার দিকে বুলুপাড়া ক্যাম্পের আশপাশে ছয়টি মর্টার শেল এসে পড়লে বিজিবিও পাল্টা দুই রাউন্ড ফায়ার করে বুঝিয়ে দেয় আমরাও সু-সজ্জিত আছি। এরপর আর কোনো ফায়ারিংয়ের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কোনো হতাহতও হয়নি। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সব সময় অ্যালার্ট রয়েছে।’