মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে গলা কেটে গৃহবধূ হত্যা: স্বামীসহ দুই ছেলে আটক –

প্রকাশিতঃ ১১ মে, ২০১৬  

কুড়িগ্রাম: উলিপুরে মোমেনা বেগম (৪৬) নামে এক গৃহবধূর গলা কেটে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘাতক স্বামীর নাম বাদশা আলম। গুনাইগাছা ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের স্বামী বাদশা আলম ও তার দুই ছেলে মমিনুল ও সাহেব আলীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কাইয়ুম উলিপুর থানায় মামলা হত্যা মামলা করেছেন।

পুলিশ জানায়, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পুর্ব কালুডাঙ্গা গ্রামের কৃষক বাদশা আলম ও তার দুই ছেলের সাথে তাদের মায়ের ঝগড়া হতো। মঙ্গলবার রাত সাড়ে ন’টার দিকে মা যখন রাতের খাবার রান্না করছিলেন তখন বাদশা আলম রাগান্বিত হয়ে পিছন থেকে এসে কাধে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মোমেনা বেগমকে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আজ বুধবার সকালে নিহতের ভাই আব্দুল কাইয়ুম মামলা করে। পরে পুলিশ তার স্বামী ও দুই ছেলেকে গ্রেফতার করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় মামলা হলে তাদের ৩জনকে আটক করা হয়। index_127364