মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নওগাঁয় অস্ত্র, গুলি ও ককটেলসহ আটক ২

প্রকাশিতঃ ১৭ এপ্রিল, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ A-2-1নওগাঁর মান্দায় একটি বিদেশী পিস্তল, একটি পাইপগান, দুটি তাজা গুলি ও ৩টি ককটেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের আশরাফ আলীর ছেলে আবু হুরায়রা স্বপন (২৫) ও একই জেলার দৌলতপুর উপজেলার পাকখোলা গ্রামের আনছার আলীর ছেলে আরমান হোসেন (৩৩)।
আটককৃতরা আন্তঃজেলা অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছেন।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জয়বাংলার মোড় এলাকায় অভিযান চালায়।
এ সময় আবু হুরাইরা ও আরমান হোসেনের ব্যাগ তল্লাশী করলে পুলিশ পাইপগান, পিস্তল, গুলি, ম্যাগজিন ও ককটেল উদ্ধার করে।
এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।