মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বন্যহাতির মেম্বার প্রার্থী বাড়িতে আক্রমণে

প্রকাশিতঃ ১৬ এপ্রিল, ২০১৬  

সোনারবাংলা৭১.কমডেস্কঃ বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকায় বন্যহাতির আক্রমণে হালিমা বেগম (১০৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম কদুখোলা এলাকার মেম্বার প্রার্থী মো. আব্বাছ আলীর মা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাতে ৪ থেকে ৫টি বন্যহাতির দল কদুখোলা এলাকায় এসে ব্যাপক তাণ্ডব চালায়। এক পর্যায়ে হাতির দলটি2016_04_07_16_40_02_RERg7RXZ68yXY9jPPodd489sU9XRTE_originalবাড়িতে হানা দিলে বাড়ির সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও হালিমা বেগম ঘর থেকে বের হতে পারেন নাই। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

কদুখোলা ওয়ার্ডের বর্তমান মেম্বার রফিকুল আলম জানান, হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে হালিমা বেগম মারা যাওয়ার খবর সাথে সাথে থানা, বন বিভাগ এবং উপজেলা চেয়ারম্যানকে জানানো হলেও রাতে কেউ আসে নাই।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ বলেন, ‘বন্যহাতির আক্রমণে মানুষ মারা যাওয়ার খবর শুনেছি। কিন্তু রাত বেশি এবং এলাকাটি দুর্গম হওয়াতে যাওয়া সম্ভব হয়নি। ঘটনাস্থলে যাওয়ার পরে বিস্তারিত বলতে পারবো।’