মায়ের ঋণ শোধ করতে না পেরে ছেলের আত্মহত্যা
প্রকাশিতঃ ১৩ এপ্রিল, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ নেত্রকোণার আটপাড়া উপজেলার দেওশ্রী গ্রামে মায়ের ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ছেলে জহিরুল ইসলাম(১৩)।
নিহত জহিরুল দেওশ্রী গ্রামের তাজ্জত আলীর ছেলে। সে পেশায় একজন রিকশাচালক।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত এক বছর আগে দেওশ্রী গ্রামের বর্তমান ৪নং ওয়ার্ড মেম্বার আনোয়ারের কাছ থেকে জহিরুল ইসলামের মা সুদে ৫ হাজার টাকা ঋণ নেন। বর্তমানে ওই ঋণ সুদে-আসলে ১৮ হাজার টাকা দাঁড়িয়েছে বলে আনোয়ার মেম্বারের দাবি।
গত সোমবার জহিরুল ইসলাম যাত্রী নিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করে রিকশা আটক করে আনোয়ার মেম্বার। এ সময় তিনি ওই টাকা দাবি করে তাকে মারধরও করেন।
খবর পেয়ে জহিরুলের বৃদ্ধ বাবা-মা মেম্বারের বাড়িতে গেলে তাদেরও মারধর করেন আনোয়ার। ওই দিন বিকেলে মদন পৌরসভার কাউন্সিলর মির্জা জামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য সালিশে বসলেও এর কোনো সুরহা হয়নি।
পরে ক্ষোভে-অপমানে মঙ্গলবার গভীর রাতে বাড়ির সামনে মগড়া নদীর পাড়ে গাব গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে জহিরুল।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহম্মেদ এ ঘটনার সত্যতা স্বীকার করে সোনারবাংলা৭১.কমকে বলেন, মায়ের ঋণের টাকা পরিশোধ করতে না পেরেই মনের ক্ষোভে ছেলেটি আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।