পার্বতীপুরে অপহৃত স্কুলছাত্রী কুড়িগ্রামে উদ্ধার
প্রকাশিতঃ ১৩ এপ্রিল, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রী ৮দিন পর কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উদ্ধার করেছে পুলিশ।
সে পার্বতীপুর উপজেলার ঢেরেরহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
বুধবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ এপ্রিল সকাল ৯ টার দিকে বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে ঢেরেরহাট থেকে সে অপহৃত হয়।
এঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে গত ৭ (এপ্রিল) প্রধান অভিযুক্ত আঃ লতিফসহ ৪ জনকে আসামি করে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন।
পার্বতীপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফেরদৌস আহম্মেদ সোনারবাংলা৭১.কমকে জানান, গত ১২ এপ্রিল রাত ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী মহিলা কলেজের পাশে প্রধান অভিযুক্তের আত্মীয়ের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত আঃ লতিফ ও মঞ্জু নামে তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়।