যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
প্রকাশিতঃ ১১ এপ্রিল, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ সাতক্ষীরার দেবহাটায় যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূ আলেয়া খাতুনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার ভোর রাতে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের চরবালিথা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই আব্দুল খালেক জানান, ১৫ বছর আগে তার বোন আলেয়া খাতুনের সাথে চরবালিথা গ্রামের হাসেম গাজীর ছেলে ট্রলি চালক আবুল কাশেমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্বামী আবুল কাসেম, শ্বশুর হাসেম গাজী, শাশুড়ি রহিমা খাতুন ও ননদ তাসলিমা খাতুন তার ওপর প্রায়ই নির্যাতন চালাতো। নির্যাতন থেকে রক্ষা পেতে তারা তার স্বামীকে এ পর্যন্ত ১০ লাখ টাকা যৌতুকও দিয়েছেন। এরপরেও রক্ষা পায়নি তার বোন। সোমবার রাত ৩টার দিকে তার বোনকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে টানিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়েছে। আলেয়া খাতুনের দুইটি সন্তান রয়েছে।
দেবহাটা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান সোনারবাংলা৭১.কমকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।