মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

প্রকাশিতঃ ১০ এপ্রিল, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ সাতক্ষীরা: জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার পাটকেলঘাটার চৌগাছা গ্রামে ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল সাদেক (৪৭) নিহত হয়েছেন।রোববার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে উপজেলার চৌগাছা গ্রামের মৃত শেখ মতিয়ার রহমানের ছেলে।fg_121215-218x150পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সোনারবাংলা৭১.কমকে জানান, ভাতিজা শেখ শাহ আলমের সঙ্গে তার চাচা সাদেকের জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে ভাতিজা আলম তার চাচাকে লাঠি দিয়ে মারপিট করে। এতে তিনি মারাত্বক আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।