সাতক্ষীরায় মাদ্রাসা সুপারকে কুপিয়ে হত্যা: নৈশপ্রহরী গ্রেফতার
প্রকাশিতঃ ০১ এপ্রিল, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ সাতক্ষীরা : জেলার শ্যামনগর উপজেলার নুরনগর মহিলা মাদ্রাসার সুপার মাওলানা বাবুল আক্তারকে কুপিয়ে হত্যার দায়ে নৈশপ্রহরী আবুল কালাম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নুরনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালাম গাজী ওই গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে।
এদিকে, এ ঘটনায় নিহতের বাবা শেখ আনছার আলী বৃহস্পতিবার রাতেই আবুল কালাম গাজীকে প্রধান আসামি করে ৬ জনের নামে থানায় মামলা করেন।
শ্যামনগর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে নৈশপ্রহরী আবুল কালাম গাজী নিয়োগ সংক্রান্ত বিরোধের জের ধরে সুপার মাওলানা বাবুল আক্তারকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।