মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রকাশ্য দিবালোকে কুড়িগ্রামে খ্রিষ্টান ধর্মালম্বিকে খুন

প্রকাশিতঃ ২৩ মার্চ, ২০১৬  

নিজস্ক প্রতিবেদক:22220160322102134 কুড়িগ্রামের গড়ের পাড় নামক স্থানে আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় হোসেন আলী (৭০) নামের এক খ্রিষ্টান ধর্মালম্বীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করে দুবৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- আজ মঙ্গলবার ২২/০৩/১৬ ইং সকাল সাড়ে ৬টায় মুখে মাস্ক পরিহিত অবস্থায় মটরসাইকেল যোগে তিনজন ব্যক্তি এসে হোসেন আলী সরকার (৭০) কে কুপিয়ে মৃত অবস্থায় ফেলে রেখে যায়। যাওয়ার পথে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য আরো কয়েকটি ককটেল ফেলে যায় তারা। নিহতের ছেলে আজাদ ও মেয়ে হাসিনা, নাছিমা বলেন, আমাদের বাবার হত্যাকারীদের কঠোর বিচার চাই। এলাকাবাসী আলহাজ মোঃ নুরুল হক,সজিব,আহম্ম্দ,জানান, মানুষের জান মালের নিরাপত্তা এখন নেই। প্রকাশ্য দিবালোকে যারা মানুষ খুন করে তাদের বিচার করতে হবে। এ ঘটনায় পুলিশ সুপার তবারক উল্লাহ ঘটনা স্থল পরিদর্শন কালে সাংবাদিকদের বলেন, যেভাবেই হোক রহস্য উদঘাটন করা সহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।