মান্দায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আটক ১
প্রকাশিতঃ ২০ মার্চ, ২০১৬
স্টাফ রিপোর্টাস:নওগাঁর মান্দায় বুদ্ধি-প্রতিবন্ধী এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগে যুবক রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার চেয়ারম্যানের মোড় থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম উপজেলার ছুটিপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সোনারবাংলা৭১.কমকে জানান, ধর্ষণের শিকার ওই নারী ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সন্ধ্যার দিকে তিনি দেলুয়াবাড়ি বাজার থেকে নিজ বাড়ি হোসেনপুর গ্রামে ফিরছিলেন। এমন সময় চেয়ারম্যানের মোড়ে একা পেয়ে রফিকুল ইসলাম তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় ওই প্রতিবন্ধীর চিৎকারে স্থানীয় লোকজন ধর্ষক রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি আরো জানান, রোববার নওগাঁ সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ভিকটিমের ভাবি জাকিয়া বিবি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রফিকুল ইসলামকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।