জয়পুরহাটে ১ কোটি টাকার হরিণের কস্তুরী উদ্ধার
প্রকাশিতঃ ১৮ মার্চ, ২০১৬
জেলা প্রতিনিধিঃ ভারত থেকে পাচারের সময় ৫২ পিস হরিণের কস্তুরী (মৃগনাভী) উদ্ধার করেছে জয়পুরহাট ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধীনে কয়া কোম্পানি সদর ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত কস্তুরীগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৪ লাখ টাকা। শুক্রবার বেলা ১১ টায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কয়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার মো. এজাবুল হক।
বিজিবির কয়া ক্যাম্পের সুবেদার মো. এজাবুল হক জানান, শুক্রবার ভোরে ভারত থেকে পাচারের সময় পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের রামভদ্রপুর মাঠের মধ্য থেকে ক্যাম্পের বিজিবির সদস্যরা উক্ত পণ্যগুলো আটক করলেও পাচারকারীরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত পণ্যগুলো জয়পুরহাট ৩ ব্যাটালিয়নে জমা দেয়া হয়।
জয়পুরহাট ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুর খবির সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।