মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিশুকে ধর্ষণ, বৃদ্ধ ধর্ষককে খুঁজছে পুলিশ

প্রকাশিতঃ ১৭ মার্চ, ২০১৬  

নিজস্ক প্রতিবেদক: দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বৃদ্ধ ধর্ষক শাজাহান আলী ফকিরকে (৫০) খুঁজছে পুলিশ।
শিশুটির পরিবার জানায়, বুধবার বিকেলে পাতা কুড়ানোর জন্য তালোড়া খাদ্য গুদামের পাশে যায় শিশুটি। এ সময় ওই গুদামের শ্রমিক কাহালু তানপুরা গ্রামের মৃত আরফান ফকিরের ছেলে শাজাহান আলী ফকির তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটিকে ফেলে রেখে শাজাহান পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ঘটনা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম 2016_03_17_22_21_08_J6GP0GEOz1EMtFeEfK6uZHM5eHWLpn_originalসোনারবাংলা৭১.কমকে জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে ধর্ষক শাজাহানকে আটকের জন্য তাদের অভিযান চলছে।