মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গৃহকর্তাকে প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি, গ্রেপ্তার ৪

প্রকাশিতঃ ১৩ মার্চ, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ শহরের আল হেলা একাডেমি এলাকায় গৃহকর্তাকে প্রেমের ফাঁদে ফেলে ডাকাতির ঘটনায় এক নারীসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার মধ্য রাত থেকে রোববার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন- জয়পুরহাট জেলা শহরের নতুনহাট শেখপাড়া এলাকার আনিসুর রহমানের মেয়ে আঁখি খাতুন (২২), নতুনহাট সরদার পাড়া এলাকার মন্সুর আলীর ছেলে ফরিদ হোসেন (১৮), আরাফাত নগর এলাকার নুরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (১৯) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিনুর রহমান (৩০)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন সোনারবাংলা৭১.কমকে2016_03_13_13_17_38_z0ipiYuuv0D33ov8eBKLl8gtjTn0yX_originalজানান, ডাকাতির শিকার গৃহকর্তা মাসুম বিল্লার সাথে পরিচয় গোপন রেখে গ্রেপ্তারকৃত আঁখি ফোনালাপের মাধ্যমে প্রেমের প্রলোভন দিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে গত ১০ মার্চ রাতে আঁখি খাতুন মাসুম বিল্লাকে বাড়ির দরজা খুলে দিতে বলে। দরজা খুলে দেয়া মাত্র ওই নারীসহ ৪ জন বাড়ির ভেতরে প্রবেশ করে তার হাত-পা বেঁধে ১টি মোটরসাইকেল, ১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৬ হাজার টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় মাসুম বিল্লা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর শনিবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ লুট হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ ওই ৪ ডাকাতকে গ্রেপ্তার করে।