দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
প্রকাশিতঃ ০১ মার্চ, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় নসিমনের চালক রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মো. নওশাদ আলী (৩০) ও রাজু (২২) নামে নসিমনের দুই যাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের নতুন ভুষিরবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মৃত শামসুল আলমের ছেলে এবং আহত মো. নওশাদ আলী একই এলাকার জসিম উদ্দিনের ছেলে, রাজু আহম্মেদ একই গ্রামের বদর আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর-রংপুর মহাসড়কের নতুন ভুষিরবন্দরে ঠাকুরগাঁওমুখী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বিপরিতমুখী নসিমনকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নসিমনের চালক রফিকুল ইসলাম নিহত হয়। আহত দু’জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালকসহ সহকারীরা পালিয়ে যায়।