আতঙ্ক সৃষ্টি করতেই মঠপ্রধানকে হত্যা
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই পঞ্চগড়ে মঠপ্রধানকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টাও করা হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জের সোনাপাতা গ্রামের শ্রী শ্রী সন্তগৌড়ীয় মঠের প্রধান অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়ের হত্যারহস্য উদঘাটনের পর এমন তথ্য দিয়েছেন পুলিশের রংপুর বিভাগের ডিআইজি হুমায়ুন কবির।
এর আগে মঠপ্রধান হত্যাকাণ্ডের মূলহোতা নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও চাপাতিও উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দেবীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি হুমায়ুন কবির তদন্তের স্বার্থে মূল হোতাসহ গ্রেপ্তারকৃতদের নাম জানাননি।
ডিআইজি জানান, মঠপ্রধান যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং সরাসরি হত্যাকাণ্ডে আট জেমএমবি সদস্য অংশ নেয়। এদের মধ্যে সরাসরি অংশ নেয়া তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও কিলিং মিশনে ব্যবহৃত অস্ত্রসহ মোটরসাইকেল এবং একটি বাইসাকেল উদ্ধার করা হয়।
ডিআইজি হুমায়ুন কবির বলেন, হত্যাকারীরা প্রত্যেকে জেএমবির সদস্য। তারা দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে ও সনাতন ধর্মালম্বীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ সময় পুলিশ সুপার মো.গিয়াস উদ্দীন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, এএসপি সার্কেল মো. কফিলউদ্দীন উপস্থিত ছিলেন।