কুড়িগ্রামে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত
প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি, ২০১৬
কুড়িগ্রামের রৌমারীতে স্বামীর দায়ের কোপে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী হযরত আলীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ বছরের কলেজপড়ুয়া মেয়ে মনোয়ারা খাতুন পাঁচ দিন ধরে নিখোঁজ হওয়ার ঘটনায় বাবা হযরত আলী ও মা মরিয়ম বেগমের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে হযরত আলী উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী মরিয়ম বেগমের গলায় কোপ মারে। দায়ের কোপে গলার বেশির ভাগ অংশ কেটে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মরিয়মের।
খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হযরত আলীকে আটক করে। এ ঘটনায় রৌমারী থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে আছি। হযরত আলীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।’