বগুড়ায় শিশু ধর্ষণকারীকে কারাগারে প্রেরণ
প্রকাশিতঃ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ বগুড়ার আদমদিঘী উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সিদ্দিককে (৫৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সিদ্দিক উপজেলার বিহি গ্রামের মৃত সুলতানের ছেলে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর সোনারবাংলা৭১.কমকে জানান, একই গ্রামের আব্দুল লতিফের ছয় বছরের শিশু কন্যাকে কয়েকদিন আগে বাড়ির পাশের মাঠ থেকে বড়ই খাওয়ানোর কথা বলে কৌশলে সিদ্দিক নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে।