মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পুরোহিত হত্যার ঘটনায় তিন আসামীকে ১৫ দিনের রিমান্ড

প্রকাশিতঃ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার ঘটনায় দায়ের করা দুই মামলায় তিন আসামিকে ১৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার বেলা ১টার দিকে দেবীগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মারপিয়া খাতুন এ আদেশ দেন।এ সময় উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান।দুপুরে মামলা দুটির তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আউয়ুব আলী আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ২০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনজনের প্রত্যেককে হত্যা মামলায় ১০ দিন এবং বিস্ফোরক মামলায় পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, পুরোহিত হত্যা ঘটনায় নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ একটি হত্যা মামলা করেন। অন্যদিকে পুলিশ অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর একটি মামলা করে। দুই মামলাতেই অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়।