মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অপহরণের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার

প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ বগুড়ার নন্দীগ্রামে অপহরণের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্র রাকিবুলকে উদ্ধার করাসহ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার বিকেলে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের আগাপুর গ্রামের আশরাফ আলীর ছেলে চৌমহুনী আল-মদিনা একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র রাকিবুল হাসান (৯) গত সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। এরপর অপহরণকারীরা স্কুলছাত্র রাকিবুলের বাবার কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে রাকিবুলের বাবা আশরাফ আলী বিষয়টি থানা পুলিশে অবহিত করেন। ফলে অপহৃত রাকিবুলকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। অবশেষে অপহরণের ৩০ ঘণ্টা পর মোবাইল ফোন ট্র্যাক করে মঙ্গলবার রাত ১০টার দিকে বগুড়া শহরতলির চারমাথায় মাটিডালী বিমান মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি বাস থেকে রাকিবুলকে উদ্ধার করে। ওসি হাসান শামীম ইকবালের নেতৃত্বে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলামসহ নন্দীগ্রাম থানা পুলিশ এ অভিযান চালায়। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার জয়ন্তীপুর গ্রামের সাহেব আলীর ছেলে সিয়াম শেখ (২২) ও তার দুই স্ত্রী মনিয়া মুন্নি (২৪), নিলুফা ইয়াসমিন (১৭)।এ প্রসঙ্গে ওসি হাসান শামিম ইকবাল জানান, গ্রেফতারকৃত সিয়াম শিশুটির আত্মীয়। কৌশলে তাকেঅপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল।