মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সড়কে প্রাণ গেল দুই ছাত্রীর, বাসে আগুন

প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার-কালীগঞ্জ সড়কের বয়রাবাজারে বাসচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীরা হলেন- সুমাইয়া ও আমিনা খাতুন। তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানায় পুলিশ।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। এসময় সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে সাতক্ষীরার-কালীগঞ্জ সড়কের বয়রাবাজার এলাকায় বাসচাপায় সুমাইয়া ও আমিনা খাতুন গুরুতর আহত হয়। উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই দুই ছাত্রীর মৃত্যুর খবরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।