নাইক্ষ্যংছড়িতে মা-মেয়ের মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬
জেলা প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রেহানা বেগম (২২) ও তার ১৫ মাস বয়সী মেয়ে নাজনিন আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম আলীক্ষ্যং গ্রামের একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয় লোকজন আলীক্ষ্যং খালে একই এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহানা বেগম ও তাদের শিশুকন্যার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, মায়ের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শিশুটির ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের হত্যা করা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।