রানীনগরে অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালংকার লুট
প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারি, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর রানীনগরে একঅবসর প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পরিবারকে মুখোশধারীদুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় । ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। জানা গেছে , উপজেলার দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজমোতাহার হোসেন প্রতিদিনের মত ওই দিন রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে গ্রামের মসজিদে এশার নামাজ পড়তে যায় । এসময় পূর্বপরিকল্পনা মোতাবেক বাড়িরপাশে বাঁশ ঝাড়ের মধ্যে ওত পেতে থাকা মুখোশধারী ৩/৪ জন দুর্বৃত্ত প্রাচীরটপকিয়ে ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে চাকু ও রামদা দিয়ে জবাই করার ভয়ভীতিদেখিয়ে নগদ সাড়ে ১৩হাজার টাকা ও ২০হাজার টাকা মূল্যের ৮আনা পরিমাণস্বর্ণের দুল লুট করে নিয়ে যায় ।এব্যাপারে রানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান সোনারবাংলা৭১.কমকে জানান , ঘটনাটি আমি শুনেছি । এ পর্যন্ত কোন অভিযোগ পাইনি । তবে ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে