মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শুক্রবার ৫৯ জনের দল নিয়ে আসছেন কারিনা

প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারি, ২০১৬  

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর আগামীকাল সকালে ঢাকায় আসছেন । জেট এয়ারওয়েজের একটি বিমানে করে মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে কারিনা কাপুরসহ ৫৯ জনের একটি দল।
‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের প্রধান নির্বাহী স্বপন চৌধুরী বলেন, ‘ঢাকায় এসে কারিনা কাপুর উঠবেন একটি পাঁচতারকা হোটেলে। বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দলবল নিয়ে হাজির হবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জনপ্রিয় সব গানের তালে ঢাকার দর্শকদের মাতিয়ে রাখবেন। অনুষ্ঠান শেষে পরদিন দুপুরের ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন কারিনা।’
এই অনুষ্ঠানে বলিউডের কারিনা কাপুর ছাড়াও থাকবেন কণিকা কাপুর ও জাবেদ আলী। এই পরিবেশনায় অংশ নেবেন বাংলাদেশি নায়ক অনন্ত জলিলও।
ঢাকাকে পরিচ্ছন্ন করার সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে এই আয়োজন করা হয়েছে।