মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কালাইয়ে অস্ত্রসহ ৯ ডাকাত আটক

প্রকাশিতঃ ১০ ফেব্রুয়ারি, ২০১৬  

ডাকাতির প্রস্তুতিকালে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাজার এলাকা থেকে অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-কালাই উপজেলার মহিরুম গ্রামের আফতাব হোসেন ইমন (৩৬), দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠপাড়ার খাইরুল ইসলাম (৪৫), বিরামপুর উপজেলার জোলাগাড়ী গ্রামের সোহেল মণ্ডল (২৭), একই উপজেলার বামনাহার গ্রামের হামিদুল ইসলাম (৩৩), একই গ্রামের সাইফুল ইসলাম (৩০), শাল বাগান গ্রামের নজরুল ইসলাম (২৭), পূর্ব জগন্নাথপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক (৫০), একই গ্রামের ইমরান হোসেন (৩২) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেখটা গ্রামের মোস্তাক আহম্মেদ (৩৬)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে মোলামগাড়ী বাজারের খালেদুল মাসুদের চাতালের কাছে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই ৯ ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাইপগান, ৩টি রামদা, সাটার কাটার, ড্রাগার, চাইনিজ কুড়াল, লক ব্রেকার, সাবল ছাড়াও ডাকাতি করে পালানোর জন্য আনা ট্রাক জব্দ করা হয়।