কমলনগরে বাস চাপায় স্কুলছাত্র নিহত
প্রকাশিতঃ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাসের চাপায় মো. মান্নান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের গণিপুর ফোরকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মো. জাকের হোসেনের ছেলে ও দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
সথানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল মান্নান। পথে গণিপুর ফোরকানিয়া এলাকায় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ সোনারবাংলা ৭১.কমকে জানান, ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে।