ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় পল্লী বিদ্যুৎ কর্মী নিহত
প্রকাশিতঃ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬
ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা হানিফা বেগম পান্না (৪০) নামে পল্লী বিদ্যুতের এক বিলিং সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো সাতজন।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও- ঢাকা মহাসড়কের শহরের জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফা ঠাকুরগাঁও শহরের বসিরপাড়ার মমিনুল হক সাইদের স্ত্রী।
আহতরা হলেন, পল্লী বিদ্যুতের বিলিং সহকারী জাকিয়া (৪০), নিলুফা ইয়াসমিন (৩৫), প্রবাদ (৪০), এবাদুল (৭০), মমতা বেগম মিতু (৪০) ও নুরে জান্নাত (৩২)। তাদের জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিস থেকে কাজ শেষে হানিফাসহ কয়েকজন অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। পথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।