মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

যারা মাদ্রাসা থেকে লাঠি নিয়ে বের হয় তারা ইসলামের শত্রু

প্রকাশিতঃ ৩১ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, যারা মাদ্রাসা থেকে লাঠি নিয়ে বের হয় তারা ইসলামের শত্রু। ইসলাম সহনশীলের ধর্ম।

শনিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহাতা দরবার শরিফ প্রাঙ্গণে পীরে কামেল হজরত শাহ সুফী মাওলানা আবদুল হান্নান (র.) এর ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এক মাদ্রাসাছত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি শহরজুড়ে চালানো তাণ্ডবের ঘটনা উল্লেখ করে বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি ছিল। কিন্তু গত ১২ জানুয়ারি মাদ্রাসাছাত্ররা শহরজুড়ে তাণ্ডব চালিয়ে সেই শান্তি বিনষ্ট করেছে। সেদিন মাদ্রাসাছাত্ররা যখন শহরজুড়ে তাণ্ডব চালাচ্ছিল আমি মাদ্রাসার বড় আলেমদের সঙ্গে কথা বলে ছাত্রদের থামাতে বলেছিলাম, তখন আলেমরা বলেছেন ছাত্রদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে তারাই ছাত্রদের উসকানি দিচ্ছিলেন।

তিনি আরও বলেন, জামিয়া ইসলামিয়া ইউনিসুছিয়া মাদ্রাসার লাঠি দিয়ে ইসলাম আসেনি, ইসলাম এসেছে মুহাব্বত থেকে। ইসলাম জবরদস্তির কোনো বিষয় নয়, যারা ইসলাম নিয়ে জবরদস্তি করে তারা কোনোভাবে সফল হতে পারবে না। এ সময় মোকতাদির চৌধুরী সব মানুষের মাঝে সেবার ইসলাম ছড়িয়ে দিতে দেশের পীর-মাশায়েখদের প্রতি আহ্বান জানান।

স্থানীয় কাওসার পীরজীর খানকার প্রতিষ্ঠাতা পীরজাদা নুরুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।