সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজয়নগর প্রেসক্লাবে (৬ষ্ঠ তম) নতুন কার্যকরী কমিটি গঠন

প্রকাশিতঃ ৩০ জানুয়ারি, ২০১৬  

বিজয়নগর প্রতিনিধিঃ গত ২৭/০১/২০১৬ইং তারিখে বিজয়নগর প্রেসক্লাব কার্যালয়ে বিজয়নগর প্রেসক্লাবের সকল দাতা সদস্য,উপজেলার গণ্যমান্য ব্যক্তি বর্গ এবং বিজয়নগর উপজেলার সকল সাংবাদিকদের উপস্থিতে সর্ব সম্মতিক্্রমে বিজয়নগর প্রেসক্লাবের গঠনতন্ত্র স্মরণ করিয়া, বিজয়নগর উপজেলা এবং বিজয়নগর প্রেসক্লাবকে ডিজিটাল করার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়।
নিম্ন তালিকায়-
০১/জনাব মেহেদী হাসান মিলন- সভাপতি
০২/আজহারুল ইসলাম খান শাহআলম -সহসভাপতি
০৩/আব্দুলাহ আল হদয় – সাধারণ সম্পাদক
০৪/শারমীন আক্তার – সহ সাধারণ সম্পাদক
০৫/সাথী আক্তার – অর্থ সম্পাদক
০৬/মো:মনিরুজ্জামান- দপ্তর সম্পাদক
০৭/মো:মনির হোসাইন চৌধুরী- সদস্য