মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

২ ভাইয়ের মৃত্যু নদীতে ডুবে

প্রকাশিতঃ ২৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কুলিক নদীতে ডুবে নান্নু ও নাহিদ নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় কুলিক নদীর বাঁশবাড়ি এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে, দুপুর ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার হয়।
নিহত নান্নু ও নাহিদ রানীশংকৈল উপজেলার সন্ধারই গ্রামের খলিল উদ্দিনের ছেলে। নান্নু নবম শ্রেণি ও নাহিদ ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকালে কুলিক নদীর বাঁশবাড়ি এলাকায় গরুকে গোসল করাতে নিয়ে যায় দুই ভাই। সেখানে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা নদীতে তাদের সন্ধান চালায়। প্রায় দুই ঘণ্টা সন্ধান চালিয়ে দুপুর ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য সোনারবাংলা ৭১. কমকে নিশ্চিত করেছেন।