আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
প্রকাশিতঃ ২৯ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আজমপুর রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার সোনারবাংলা ৭১. কমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের উপজেলার আজমপুর রেল স্টেশনের কাছে অজ্ঞাতপরিচয় এক যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।