বগুড়ায় ৫ মাদকসেবীকে জরিমানা
প্রকাশিতঃ ২৬ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃবগুড়ার শেরপুর পৌরশহরের সকাল বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তারা হলেন- বগুড়া সদর উপজেলার মালতিনগরের আহসান হাবীব (৪৫), শেরপুর পৌরশহরের সকাল বাজার এলাকার খলিলুর রহমান (২৬), রবিউল ইসলাম শাওন (২৪), বকুল হোসেন (২৮) ও বাউল দাস (১৯)।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম সোনারবাংলা ৭১. কমকে জানান, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সকাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।