মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিরামপুরে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় পবন কুমার (৩০) নামে মোটরসাইকেল এক আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিরামপুর-হাকিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার পুরাতন বাজার এলাকার উমেশ কুণ্ডুর ছেলে ও একজন কীটনাশক-সার ব্যবসায়ী।
বিরামপুর থানার পরিদর্শক শাকিলা পারভীন সোনারবাংলা ৭১. কমকে জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে হাকিমপুর উপজেলার হিলি থেকে বিরামপুরের আসছিলেন পবন কুমার। পথে মোটরসাইকেলটি বেগমপুর মোড় এলাকায় এলে একটি ভটভটি সেটিকে ধাক্কা দেয়। এতে পবন গুরুতর আহত হন।
স্থানীয়রা পবনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।