মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দিনাজপুর মহিলা কলেজের হলে আগুন

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃদিনাজপুর সরকারি মহিলা কলেজের আবাসিক ছাত্রী হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুই ছাত্রী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নূর হাসান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারবাংলা ৭১. কমকেবলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে ওই কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।