ইয়াবা উদ্ধারের সোর্স সন্দেহে পিটিয়ে হত্যা
প্রকাশিতঃ ২৪ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃকক্সবাজারের টেকনাফে ইয়াবা উদ্ধারের সোর্স সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার শামশুর আলম নামের এক ব্যক্তির বাড়ি থেকে শনিবার রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন।
নিহত মোহাম্মদ হোসেন (২২) সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকারই সোনা মিয়ার ছেলে।
পুলিশ কর্মকর্তা কবির বলেন, কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার ভোরে টেকনাফের শহাপরীর দ্বীপ এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে।
“ওই ইয়াবার মালিক জাকের হোসেন অভিযানের সোর্স সন্দেহে ট্রলারের মাঝি হোসেনকে ডেকে শামশুর আলমের বাড়িতে নিয়ে মারধর করে- শনিবার রাতে এ খবর পেয়ে পুলিশ গিয়ে তার মৃতদেহ পায়।”
জাকের হোসেন ও শামশুর আলমকে পাওয়া যায়নি বলেও তিনি জানান।