মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বদলগাছীতে মদপানে ৩ জনের মৃত্যু

প্রকাশিতঃ ২৩ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে মদপান করে ৩ জনের মৃত্যর ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আরো ৪জন অসুস্থ হয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে কারো নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে পিকনিকের অনুষ্ঠানে মদপান করে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার মোট ৭জন অসুস্থ হন। সকালে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অন্য ৪ জনকে ভর্তি রাখা হয়।

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৩ জনে মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসোনারবাংলা ৭১. কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে সোনারবাংলা ৭১. কমকে জানান ওসি।