সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ২১ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিলেট এসে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র সোনারবাংলা ৭১. কমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করতে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

বিকেল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

এদিকে ১১টা ৪৮ মিনিটে আরেকটি হেলিকপ্টারে সিলেট ওসমানী বিমানবন্দর এসে পৌঁছান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ কেন্দ্রীয় নেতারা।