মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক

প্রকাশিতঃ ২১ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ জয়পুরহাটের পাঁচবিবিতে সন্দেহভাজন এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ফিসকার হাট এলাকায় এ ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান।

গুলিবিদ্ধ আয়নাল হোসেন (৩৫) পাঁচবিবি পৌর এলাকার মহাজের কলোনির আবুল কাশেমের ছেলে। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, আয়নাল জেলার ‘শীর্ষ মাদক বিক্রেতা’; জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় রতন নামে পুলিশের এক এসআই এবং আলমাস নামে এক কনস্টেবলও আহত হয়েছেন। তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আশরাফুল বলেন, ‘মাদক বিক্রেতা’ আয়নালকে বুধবার বিকালে আটক করে জেলা পুলিশের একটি দল।

“বৃহস্পতিবার ভোরে তাকে নিয়ে ফিসকার হাট এলাকায় মাদক উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের মধ্যে আয়নাল গুলিবিদ্ধ হয়; তার সহযোগীরা পালিয়ে যায়।”

পরে গুলিবিদ্ধ আয়নালকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ।