নবজাতক হত্যায় মায়ের ফাঁসির রায়
প্রকাশিতঃ ২১ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ ছয় বছর আগে নিজের নবজাতক সন্তানকে হত্যার মামলায় এক নারীর ফাঁসির আদেশ দিয়েছে সাতক্ষীরার একটি আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিজিয়া খাতুন (৩২) কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের আব্দুল মাজেদ গাজীর মেয়ে।রিজিয়া পলাতক রয়েছেন।
সাতক্ষীরা জেলা দায়রা জজ আদালতের বিচারক এএম রেজা জাকের বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি রিজিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর ওসমান গণি।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি কাশেম কাপালীকে খালাস দিয়েছে আদালত।
ওসমান গণি জানান, ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি রহিমপুর গ্রামের আব্দুস সাত্তারের পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় শিশুটির মা রিজিয়া খাতুন ও স্থানীয় বাসিন্দা কাশেম কাপালীর বিরুদ্ধে পুলিশ মামলা করে।
মামলার বিচারে মোট ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।