১৪ লাখ টাকার জালনোটসহ দিনাজপুরে ৩ জন আটক
প্রকাশিতঃ ১৯ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১৪ লাখ টাকার জালনোট ও সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র্যাব।
আটক হয়েছেন পার্বতীপুরের হলদীবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে মিনহাজুল ইসলাম (৩৮), মিরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে সুমন চৌধুরী (২৫) ও দোয়ানিয়া উত্তরপাড়া গ্রামের বছির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।
র্যাব-১৩-এর নীলফামারী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, হলদীবাড়ী রেলগেট এলাকায় সোমবার দুপুরে এই আটকের ঘটনা ঘটে।
তিনি সোনারবাংলা ৭১.কমকে জানান, রোববার রাতে মিনহাজুলকে আটকের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার দুপুরে ‘সুমন ডিজিটাল কম্পিউটার ওয়ার্ল্ড’ নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১৪ লাখ টাকার জালনোটসহ সুমন ও জাহিদুলকে আটক করা হয়।
এ ছাড়া প্রিন্টারসহ কম্পিউটার ও জালনোট তৈরির সরঞ্জাম আটক করা হয়।
পরে সবাইকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাবের অধিনায়ক সোনারবাংলা ৭১.কমকে জানান।