মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সংঘর্ষ থামাতে পুলিশের ৬৫ রাউন্ড গুলি

প্রকাশিতঃ ১৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোণায় ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে দুই এলাকাবাসীর মধ্যে বাধা সংঘর্ষ থামাতে পুলিশ ৬৫ রাউন্ড গুলি করায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষ মোহনগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও নওহাল এলাকায় ছড়িয়ে পড়ে।

মোহনগঞ্জ থানার ওসি মো. মেজবাহ্ উদ্দিন আহম্মেদ সোনারবাংলা ৭১.কমকে বলেন, সোমবার সকালে হাওর এক্সপ্রেসের সিটে বসা নিয়ে নওহাল গ্রামের রকি তালুকদার (২৭) ও টেঙ্গাপাড়া গ্রামের পিয়াসের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

“এর জের ধরে বিকেলে দুইজনের পক্ষে দুই এলাকার লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ শটগান দিয়ে ৬৫ রাউন্ড গুলি করে।”

আহতদের মধ্যে সাইদুল হক (৩৫), হৃদয় (২৩), আ. হান্নান (৫৮) ও হারুন অর রশিদের (৩৮) অবস্থার অবনতি হওয়ায় তাদের মোহনগঞ্জ হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সোনারবাংলা ৭১.কমকে জানান ওসি।

“এছাড়া মোহনগঞ্জ হাসপাতালে সাতজন এবং আরও ৮-১০ জন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন,” ওসি বলেন।

এ বিষয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।