মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে দুর্ঘটনায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২

প্রকাশিতঃ ১৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাহার এলাকার দেবীগঞ্জ-নীলফামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দেবীগঞ্জ থানার ওসি আইয়ুব আলী।

নিহতরা হলেন, নীলফামারীর ডোমার উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন (৩৫) ও মাছ ব্যবসায়ী জাকিরুল (৪০)।

ওসি বলেন, সকালে উপজেলার ময়দানের হাট গ্রামে থেকে মোটরসাইকেলে করে নীলফামারী যাচ্ছিলেন ওই দুইজন। সোনাহার এলাকায় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

“দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

বাসটি আটক করা হলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন বলেওসোনারবাংলা ৭১.কমকে জানান ওসি আইয়ুব ।