মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সারিয়াকান্দিতে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আটক ১

প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃসারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জামাল উদ্দিন মোল্লা নামে এক চাতাল ব্যবসায়ী কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল সন্ত্রাসী।

রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সোনালী ব্যাংক লিমিটেড সারিয়াকান্দি শাখার সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার জামাল উদ্দিন মোল্লা সোনারবাংলা ৭১.কমকে জানান, সোনালী ব্যাংক লিমিটেডের সারিয়াকান্দি শাখা থেকে তিনি নগদ সাড়ে পাঁচ লাখ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় আবুল কালামের নেতৃত্বে পাঁচ/ছয়জন সন্ত্রাসী তার পথরোধ করে কিলঘুষি দিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তবে এলাকাবাসীর সহযোগিতায় থানা পুলিশ আবুল কালাম নামে একজনকে আটক করেছে।

সারিয়াকান্দি থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর সোনারবাংলা ৭১.কমকে নিশ্চিত করেছেন।

আটক আবুল কালাম উপজেলার কাজলা ইউনিয়নের বেনীপুর চরের মৃত আফতাব আলী মণ্ডলের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।