সাটুরিয়ায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত
প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিংগি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় আব্দুল লতিফ খান (৬০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লতিফের বাড়ি উপজেলার ধানকোড়া এলাকায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সোনারবাংলা ৭১.কমকে জানান, সকালে নয়াডিংগি বাসস্ট্যান্ডের কাছে অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্য হাঁটছিলেন। এসময় দ্রুত গতির মাটিভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে সোনারবাংলা ৭১.কমকে জানান ওসি।