কালাইয়ে প্রহরী খুন, ট্রান্সফরমার লুট
প্রকাশিতঃ ১৭ জানুয়ারি, ২০১৬
জয়পুরহাটের কালাই উপজেলায় নৈশ প্রহরীকে হত্যা করে একটি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতের ওই ঘটনায় স্থানীয় এক মসজিদের ইমাম আহত হন।
নিহত শাহানুর রহমান (৪৫) উপজেলার ইন্দাহার গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
আহত ইমাম আব্দুল হামিদকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল হামিদ জানান, মধ্যরাতে ৮/১০ জনের এক দল দুর্বৃত্ত মোল্লাপাড়া গ্রামের মাঠের গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করছিল।
“ওই সময় তাদের বাধা দিলে দুর্বৃত্তরা শাহানুরের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ট্রান্সফরমার নিয়ে চলে যায়।”
যাওয়ার সময় তাকেও আঘাত করে বলে জানান আব্দুল হামিদ।
কালাই থানার ওসি সিরাজুল ইসলামসোনার বাংলা৭১.কমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যপারে নিহতের ভাই আব্দুল হান্নান বাদী হয়ে থানায় মামলা করেছেন বলেও ওসি জানান।