সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাংবাদিক শফিউল হকের মৃত্যুতে সোনারবাংলা৭১ডটকমের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান মিলনের শোক

প্রকাশিতঃ ১৫ জানুয়ারি, ২০১৬  

বিটিভি’র সাবেক পরিচালক (বার্তা) ও বিশিষ্ট সাংবাদিক শফিউল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সোনারবাংলা৭১ডটকমের সম্পাদক প্রকাশক ও ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর প্রেসক্লাবের আহবায়ক মেহেদী হাসান মিলন

শুক্রবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শফিউল হক সাংবাদিকতা জীবনে তার পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীন সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে তিনি যে নিরলসভাবে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন তা তার সতীর্থ ও সহকর্মীদের মধ্যে প্রেরণার উৎস হয়ে থাকবে।

সোনারবাংলা৭১ডটকমের সম্পাদক প্রকাশক ও ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর প্রেসক্লাবের আহবায়ক মেহেদী হাসান মিলন বিবৃতিতে শফিউল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান

শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শফিউল হক।